
নরসিংদীতে ওমর গালিব (২৯) নামের আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে মরজাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওমর গালিব রাজশাহীর গোদাগাড়ি উপজেলার শতাব্দীপুর এলাকার আশরাফ আলীর ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার কালের কণ্ঠকে বলেন, ওমর গালিব আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের অন্যতম সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে হিরোইন নিয়ে নরসিংদী অথবা অন্য কোথাও লেনদেন করার জন্য আসছে। পরে আমরা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সে ড্যাফডিল বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবি শেষ করে পিএইচডি করার জন্য কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর সে এই মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত বলে আমাদের কাছে স্বীকার করেছে