

<> on September 25, 2013 in Boston, Massachusetts.
পদত্যাগ করেছেন বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রফেসর জর্জ ডমিনগেজ (৭১)। তার বিরুদ্ধে অন্তত ১৮ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর তিনি পদত্যাগ করেন।
যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার প্রফেসর জর্জ ডমিনগেজকে ছুটিতে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন ডমিনগেজ।
প্রসঙ্গত, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন জর্জ ডমিনেজ। এসময় একাধিক বার তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এমনকি ধর্ষণের মত গুরুতর অভিযোগও রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘ক্রনিক্যাল অব হাইয়ার এডুকেশন’র পক্ষ থেকে আনীত অভিযোগে বলা হয়েছে, বেশ কয়েকজন নারীকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন ডমিনগেজ। কমপক্ষে ১৮ জন নারীকে নানাভাবে যৌন হয়রানি করেছেন এই অধ্যাপক।
ক্রনিক্যাল’র রিপোর্ট বলছে, ১৯৮৩ সালে ডমিনগেজের বিরুদ্ধে এক নারী প্রফেসরকে গুরুতর যৌন হয়রানির অভিযোগ ওঠে ।