

গিরিধারী মন্দিরের সেবায়েতকে গ্রেপ্তারের নিন্দা
গোলাপগঞ্জে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরের সেবায়েত প্রাণগোবিন্দ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতারা।বলেন , দেশটা কি চরিত্রহীনদের দখলে ? কে সে পার্লার হাসিনা ।বাপ দাদার নাম কদর আলীর নাতন্নী,
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, কোনো রকম তদন্ত ছাড়া থানার দালাল পার্লার হাসিনার তদবীরে শুধু তরুণীর বক্তব্যের ওপর নির্ভর করে দায়িত্বশীল একজন ধর্মীয় সেবায়েতকে গ্রেপ্তার করা কিছুতেই সমীচীন হয়নি। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে করেন।\হশ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরের সেবায়েত প্রাণ গোবিন্দ দাসের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে কালাকোনা গ্রামের এক তরুণী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।