
ক্যাসিনো অভিযানের পর এমনিতেই টালমাতাল অবস্হা যুবলীগের, ঢাকার অবৈধ ক্যাসিনোর সুবিধাভোগী হওয়ায় এবং অবৈধ লেনদেনের অভিযোগে ৭১ বছর বয়সী যুবলীগ চেয়ারম্যান বাদ পড়া নিয়ে ৭১ টেলিভিশনে আলোচনা করতে নিজেই সমালোচনার শিকার হলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
নানকের সমালোচনার কারন অবশ্য যুবলীগ নয়, বরং তার ব্যক্তিগত আচরণ, কারন লাইভ অনুষ্ঠানে টেলিভিশনের পর্দায় তাকে ধূমপান করা অবস্হায় দেখা গিয়েছে, যা সচেতন নেটিজেনদের চোখ এড়ায়নি।
১ টেলিভিশনে একটি লাইভ অ’নুষ্ঠান চলছিল। এতে, স্টুডিওতে উ’পস্থাপক সহ মোট তিনজন উপস্থিত ছিলেন। আর, বা’সা/অফিস থেকে লাইভে যোগ দিয়েছিলেন জাহাঙ্গীর কবীর নানক। এসময় তার মুখে সি’গারেট দেখা যায়।
আর ধুমপানের দৃশ্য জনস্মুখে আসায় সমালোচনার ঝড় উঠেছে অনলাইনে। অনেকই বলছে এই যদি জন প্রতিনিধিদের শিষ্টাচার ও আচার ব্যবহার , তাহলে সাধারন মানুষ তাদের কাছ থেক কি আশা করতে পারে।
এইটা দেখার বাকি ছিল 🥴🥴লাইভ অনুষ্ঠান চলাকালীন সময়ে আওয়ামীলীগের জাহাঙ্গীর কবির নানক- এর সিগারেট খাওয়ার দৃশ্য 🤒🤒
Posted by Ahbab Ahmed on Sunday, October 20, 2019